খেলাধুলা ডেস্ক: প্রথম সারির চার ব্যাটসম্যান ছাড়া প্রায় পূর্ণশক্তির দল নিয়ে এসেও মিরপুর শেরেবাংলায় ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের লজ্জায় ডুবেছে অস্ট্রেলিয়া।
ক্রিকেট দুনিয়ার এই পরাক্রমশালী দলটির পরিণতি দেখে আগেভাগেই সতর্ক হয়ে গেছে নিউজিল্যান্ড। মিরপুরের উইকেট বিষয়ে তারা প্রস্তুতিও নিয়ে এসেছে। এমনকি তারা নাকি আরও চ্যালেঞ্জিং কিছুর জন্যও প্রস্তুত। এসব তথ্য সাংবাদিকদের জানিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
আজ মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ল্যাথাম বলেন, ‘মাসখানেক আগে অস্ট্রেলিয়া যেরকম উইকেট পেয়েছে, আমরা সেরকম উইকেটের জন্যই অনেকটা প্রস্তুত হয়েই এসেছি। দেশে মাউন্ট মঙ্গানুই ও লিঙ্কনে খুব ভালো ক্যাম্প করেছি।
আমাদের প্রত্যাশার চেয়েও চ্যালেঞ্জিং উইকেটের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। এখানেও পাঁচ দিনে খুব ভালো অনুশীলন হয়েছে আমাদের। চেষ্টা করেছি এখানকার আবহাওয়া ও উইকেটের সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নিতে।’
তিনি আরও বলেন, ‘ম্যাচে উইকেট যেমনই থাকুক, মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। পাঁচ ম্যাচে আমরা জানি যে কোনো কোনো উইকেটে দুই-দিনটি ম্যাচও হবে। প্রতিটি ম্যাচের উইকেটে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। অবশ্যই খুব চ্যালেঞ্জিং হবে।
আমরা জানি, এই কন্ডিশনে বাংলাদেশ কতটা দুর্দান্ত। ওরা সবাই অভিজ্ঞতায় সমৃদ্ধ। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব সেরা প্রস্তুতি নিতে। মাঠে নেমে চেষ্টা থাকবে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা ও দলের জন্য নিজেদের মেলে ধরা।’
Leave a Reply