স্টাফ রিপোর্টার: বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক মাষ্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় বক্তব্য রাখেন, এ.জেড.এম রফিকুল আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
পরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply