ঈদের দিন স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা

প্রিয় দেশ ডেস্ক: মানিকগঞ্জের সাটুরিয়ার প্রবাসী হুমায়ুনের সঙ্গে সিরাজগঞ্জের এক গৃহবধূর মোবাইল ফোনে পরিচয়, ইমোতে পরকীয়া, দেশে ফিরে ধর্ষণ, এরপর বিয়ে। আর বিয়ের কয়েক সপ্তাহ পর স্ত্রীকে নির্যাতন।

নির্যাতনের ঘটনায় স্ত্রী মামলা করলে বুধবার দুপুরে প্রবাসফেরত হুমায়ুনকে গ্রেফতার করে মানিকগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বেংরুয়া গ্রামের প্রবাসী হুমায়ুন কবীরের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্কে পরকীয়ায় লিপ্ত হন সিরাজগঞ্জের গৃহবধূ। দেশে ফেরার পর বিয়ের প্রলোভনে চলে দুজনের অনৈতিক সম্পর্ক।

পরে ধর্ষণের অভিযোগে হুমায়ুনের নামে সিরাজগঞ্জ থানায় মামলা দায়ের করেন ওই গৃহবধূ। ওই মামলা ধামাচাপা দিতে হুমায়ুন ৫০ হাজার টাকা দেনমোহরে নাগরপুর কাজী অফিসে কৌশলে গৃহবধূকে বিয়ে করেন।

স্বামীর অধিকার নিয়ে গত সোমবার বসত ঘরের তালা ভেঙে হুমায়ুনের বাড়িতে উঠেন ওই গৃহবধূ। এ সময় শুরু হয় দুজনের ধস্তাধস্তি। আহত গৃহবধূ সাটুরিয়া উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সাটুরিয়া থানায় মামলা দায়ের করলে প্রবাসফেরত হুমায়ুনকে পুলিশ গ্রেফতার করে।

এদিকে প্রবাসী হুমায়ুনের রয়েছে আগের স্ত্রী। একইভাবে সিরাজগঞ্জের ওই গৃহবধূ ইতোপুর্বে বিয়ে করে একজনের ঘর সংসার করে আসছিলেন বলে জানা গেছে।

এ ব্যাপারে সাটুরিয়া থানার ওসি মো.আশরাফুল আলম জানান, এক গৃহবধূ তার স্বামী হুমায়ুনের বিরুদ্ধে মারপিটের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় হুমায়ুনকে গ্রেফতার করে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply