নওগাঁয় আউশ উৎপাদন লক্ষ্যমাত্রা পুরণে শঙ্কা

শামীনূর রহমান: উত্তরের শস্য ভান্ডার খ্যাত জেলা নওগাঁয় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ১২ হাজার ৮২৫ হেক্টর কম জমিতে আউশের রোপণ হয়েছে। তার ওপর লক্ষ্যমাত্রার চাইতেও ফলনও কম। এতে আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে না থাকায় ও পোকার আক্রমণ হওয়ায় এই ফলন বিপর্যয় দেখা দিয়েছে। তবে কৃষি বিভাগ বলছে, এখনও সময় আছে; ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।

কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে জেলায় ৭০ হাজার ৭৩৫ হেক্টর আউশ ধান রোপণের লক্ষ্য ছিল। তবে ধান রোপণ হয়েছে ৫৭ হাজার ৯১০ হেক্টর জমিতে। আউশ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৫২০ টন। এরই মধ্যে জেলার ৫ হাজার ৮০ হেক্টর ধান কাটা শেষ হয়েছে।

জেলার বিভিন্ন উপজেলায় সরজমিনে ধানক্ষেত ঘুরে দেখা গেছে, আউশ কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা। তাদের অভিযোগ, ফলন তো কমই, তার ওপর স্থানীয় বাজারে গত বছরের চেয়ে ধানের দামও কম।

গত বছর জেলায় ৭১ হাজার ৪১৫ হেক্টর জমিতে আউশ ধান চাষ করা হয়েছিল। সে সময় বন্যায় কিছু ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ৬৯ হাজার ১৯৭ হেক্টর সুরক্ষিত ছিল, যা থেকে ২ লাখ ১৪ হাজার ৫৪৫ টন ধান উৎপাদিত হয়।

এ বছর আউশ ধান রোপণের শুরুতে বৃষ্টিপাতের পরিমাণ কম ছিল। ফলে চারা থেকে বাড়তে পারেনি কুশি। কৃষকরা বলছেন, গত বছরের চেয়ে বিঘাপ্রতি তিন থেকে চার মণ ধান কম উৎপাদিত হয়েছে আপৎকালীন এই ধান।

অনেকের জমিতে চারা রোপণের কিছুদিন পর রোগবালাই ও পোকার আক্রমণ হয়েছে।

Leave a Reply