স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীর তানোরে ধানক্ষেতে পাওয়া গেছে গ্রাম্য কবিরাজ মনিরুল ইসলামের মরদেহ (৩৮)। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তানোর থানা পুলিশের একটি দল উপজেলার কামারগাঁ ইউনিয়েনের দুর্গাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত মনিরুল ইসলাম ওই গ্রামের শুকুদ্দিনের ছেলে। কবিরাজি ছাড়াও কৃষিকাজ করতেন তিনি।
প্রথম বিয়ের পর স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায় তার। এরপর আবার বিয়ে করলে সেই স্ত্রীও তাকে ছেড়ে চলে যান।
এই ঘটনায় বিকেলে নিহতের ভাই রেজাউল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়রা সকালে ধানক্ষেতের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধারের পর বিকেলে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে-ওই আঘাতেই তিনি মারা গেছেন। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এই হত্যকাণ্ড ঘটে।
তবে এর কারণ জানা যায়নি। এই ঘটনায় কারা জড়িত তারাও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিবার এনিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশও আইনত ব্যবস্থা নিচ্ছে বলে জানান ওসি।
Leave a Reply