স্টাফ রিপোর্টার: যুবরা লড়বে নতুন পৃথিবী গড়বে” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় যুব জোট নওগাঁ জেলা কমিটি আয়োজিত ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
২০০৪ ইং সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের আত্মপ্রকাশ ঘঠে। তারই ধারাবাহিকতায় জাতীয় যুব জোট নওগাঁ জেলা কমিটি ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নওগাঁ জেলা জজকোর্ট এলাকায় প্রথম সংবাদ মিলনায়তনে জাতীয় যুব জোটের নওগাঁ জেলা কমিটির সভাপতি এবং নওগাঁ জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় যুব জোট দেশের মেহনতি মানুষের স্বপ্ন পুরুনের লক্ষে যুব সমাজকে ঐক্য বদ্ধ হয়ে ইসু ভিত্তিক আন্দোলনের মাধ্যমে সমাজে বিদ্যমান সমস্যা সমাধান করে হতাশা গ্লানি মুছে ফেলতে অবিরাম কাজ করে যাচ্ছে বলে জানান জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা জাসদের সভাপতি এ্যাডঃ জাহাঙ্গীর ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে বদলগাছী উপজেলা জাসদের সভাপতি সহিদুল ইসলাম। সাধারণত সম্পাদক আনাদুল ইসলাম রাঙ্গা। এছাড়াও উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ইসারুল ইসলাম সহ যুব জোটের প্রতিনিধি বৃন্দ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় যুব জোট নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক এন আর খোরশেদ আলম রাজু।
Leave a Reply