স্টাফ রিপোর্টার: নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে কমেছে মৃত্যু। পাশাপাশি কমেছে শনাক্তের হার। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় নাই।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ জানান, গেল ২৪ ঘণ্টায় ১২টি নমুনার বিপরীতে জেলায় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয় নাই।
এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬২৭৭ জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৭ জনে। জেলায় মোট করোনা রোগীর সুস্থ সংখ্যা ৫ হাজার ৯১০জন।
তিনি আরও জানান, র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১২ টি নমুনার বিপরিতে কারো শরীরে নতুন করে কোন করোনাভাইরাস শনাক্ত হয়নি বলে জানান এই কর্মকর্তা।
Leave a Reply