স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকার ওয়ার্ড পর্যায়ে ফের শুরু হচ্ছে গণটিকাদান।
আগামীকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) নগরীর ৩০টি ওয়ার্ডের ৮৪টি কেন্দ্রে একযোগে শুরু হচ্ছে এই টিকাদান।
রাসিকের ব্যবস্থাপনায় এ কার্যক্রম চলবে আগামী ৮, ১১ ও ১২ সেপ্টেম্বর।
নগর স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, যারা এর আগে ওয়ার্ড পর্যায়ে মর্ডানার প্রথম ডোজ টিকা নিয়েছেন কেবল তারাই এই ধাপে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। আগের মতই সকাল ৯টা থেকে পূর্ব নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকাদান চলবে।
রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, সরকারী নির্দেশনামত গত ৭ ও ৮ আগস্ট ২০২১ পর্যায়ে নগরজুড়ে গণটিকাদান ক্যাম্পেইন হয়েছে।
ওই সময় যারা মর্ডানা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তারা আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর দুই দিনে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
এছাড়া যারা ১৪ আগস্ট প্রথম ডোজ নিয়েছেন তারা দ্বিতীয় ডোজ নিতে পারবেন আগামী ১১ সেপ্টেম্বর।
১৬ আগস্ট প্রথম ডোজ টিকা গ্রহণকারীরা দ্বিতীয় ডোজ পাবেন ১২ সেপ্টেম্বর।
শুধুমাত্র টিকাদান রেজিস্ট্রেশন কার্ড ও এসএমএস প্রাপ্তি সাপেক্ষে দেয়া হবে দ্বিতীয় ডোজ। যে কেন্দ্রে প্রথম ডোজ টিকা নিয়েছিলেন দ্বিতীয় ডোজ নিতে হবে একই কেন্দ্রে।
সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ে গণটিকাদান চলাকালেও এই চারদিন শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় (টিটিসি), সংক্রামক ব্যাধি হাসপাতাল, পুলিশ হাসপাতাল ও সিএমএইচ আগেরমতই টিকাদান চলবে।
নগরজুড়ে গণটিকাদান কর্মসূচি বাস্তবায়নে সবার সর্বাত্মক সহায়তায় চেয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
Leave a Reply