কসমেটিকস পছন্দ না হওয়ায় আত্মহত্যা নববধূর 

স্টাফ রিপোর্টার: চোর সন্দেহে নওগাঁর নিয়ামতপুরে মিঠুন আলী (৩২) নামে এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে। 

সোমবার (৭সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার চন্দননগর ইউনিয়নের পুংগী আদিবাসীপাড়ায় এ ঘটনা ঘটে।

মিঠুন জেলার পোরশা উপজেলার মশিদপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে। 

 মঙ্গলবার সকালে পুলিশ তার মরেদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। 

নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির জানান, মিঠুনসহ আরো তিন-চারজন সোমবার রাত আনুমানিক ১টার দিকে পুংগী নিবদা গ্রামে চুরি করতে যান।

ওই সময় মিঠুন একাই গ্রামের একটি বাড়িতে প্রাচীর টপকে প্রকশে করেন। টের পেয়ে ওই বাড়ির লোকজন তাকে ধরে ফেলেন। পরে তাকে বাইরে বের করে আনা হয়। এই সুযোগে পালিয়ে যান তার সহযোগীরা।

এক পর্যায়ে উত্তেজিত লোকজন মিঠুনকে গণপিটুনি দেয়। অসুস্থ হয়ে মঙ্গলবার সকালে তিনি মারা যান। পরে মরদেহ উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। এনিয়ে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

চন্দননগর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি জানান, মিঠুন চুরি, ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামী।  তিনদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে চুরি করকে  পুংগী নিবদা গ্রামে গিয়েছিলেন। ধরা পড়ে গণপিটুতে তিনি মারা গেছেন।

Leave a Reply