স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী সীমান্তে ১ হাজার ৪৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে বাঘা থানাধীন বারশিপাড়া পদ্মাপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।
তার আগেই বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে উধাও হয়ে যান চোরাকারবারীরা। ফলে তাদের শনাক্ত করতে পারেনি বিজিবি।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই তথ্য নিশ্চিত করেছেন বিজিবির রাজশাহী ব্যাটালিয়নের (১ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
ওই বার্তায় উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে বারশিপাড়া পদ্মাপাড় এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন মীরগঞ্জ বিওপি সদস্যরা। ৫ সদস্যের ওই দলটির নেতৃত্ব দেন বিওপি হাবিলদার আলমগীর হোসেন।
ওই সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪৮৫ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। যার আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯৪ হাজার টাকা।
অধিনায়ক আরও বলেন, চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত করা যায়নি। পরে এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply