নিজ বাড়িতে অতিথির ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণি পড়ুয়া

স্টাফ রিপোর্টার: নিজ বাড়িতে ভাইয়ের ভাইরার ধর্ষণের শিকার হয়েছে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী। বুধবার (৮ সেপ্টেম্বর) নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বালুকাপাড়া এই ঘটনা ঘটে।


এই ঘটনায় ধর্ষক আমিন মুন্নাকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আমিন মুন্না শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাঁজিরা গ্রামের মৃত মেহের মুন্নার ছেলে। ধর্ষণ মামলায় বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

ভুক্তভোগীর ভাষ্য, ফাঁকা বাড়িতে মুন্না তাকে জোরপূর্বক ধর্ষণ করে। চিল্লাচিল্লি করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়।

ভুক্তভোগীর মা বলেন, ছোট মেয়েকে বাড়িতে রেখে তিনি বড় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ওই সময় তার বাড়িতে যান ছেলের ভাইরা ভাই মুন্না। পরে তার মেয়েকে ধর্ষণ করে। বাড়ি ফিরে এসে মেয়ের কাছ থেকে সব শুনে হতভম্ব হয়ে গেছি। পরে নিয়ে মামলা হয়।
 

নিয়ামতপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারী ও শিশু আইনে মামলা হয়েছে। আসামিকে (৯ সেপ্টেম্বর) দুপুরে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply