স্টাফ রিপোর্টার: নওগাঁর মহাদেবপুরের আলোচিত মিঠুন-শ্যামলী দম্পতিকে নির্যাতন মামলায় গ্রেফতার হয়েছেন পলাতক তরিকুল ইসলাম (৩০)।
বুধবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের অপারেশনাল দল উপজেলার দক্ষিণ হোসেনপুর এলাকা হতে তাকে গ্রেফতার করে।
তরিকুল ইসলাম জেলার পত্নীতলা উপজেলার ছোট চাঁদপুর গ্রামের মৃত আবদুল মন্ডলের ছেলে। মামতিনিসে পলাতক ছিলেন।
জানা গেছে, তরিকুল মিঠুনকে কাজ দেয়ার নাম করে ডেকে নিয়ে রুহুলের হাতে তুলে দেয় এবং টর্চার সেলে নির্যাতনে অংশ নেয়। এছাড়া রুহুলের মাদক সিন্ডিকেটের অন্যতম সহযোগী তরিকুল।
আরও পড়ুন: দম্পতিকে আটকে রেখে নির্যাতন, গ্রেফতার ২
এই মামলার চার আসামীর মধ্যে এরআগে থানা পুলিশ রুহুলের দুই স্ত্রীকে আটক করে। সম্প্রতি তারা জামিনে মুক্তি পায়। গ
ত ২৩ আগষ্ট মামলা দায়েরের পর থেকে গত দুসপ্তাহেও ঘটনার মূল হোতা রুহুলকে আটক করতে পারেনি। মামলার বাদী শ্যামলী রাণী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের নিকট জবানবন্দী দিয়েছেন।
রুহুলের বাসা ও বয়লার সংলগ্ন টর্চার সেল এলাকা থেকে তরিকুলকে আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply