স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীর তানোর পৌরসভা কাযালয় চত্বরের নিচ থেকে সেবা নিতে এসে দিনে দুপুরে দুটি মোটরসাইকেল হাওয়া হয়ে গেছে। নয় দিনের ব্যবধানে এই ঘটনা ঘটে।
সুরক্ষিত এলাকা থেকে একের পর এক মোটরসাইকেল হারিয়ে যাওয়া আতঙ্কিত সেবাপ্রার্থী এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
এলাকাবাসী জানিয়েছেন, পৌর এলাকাটি সীমানা প্রচীরে সুরক্ষিত। তাছাড়া নীবিড় নজরদারির জন্য আগের মেয়রের সময় থেকে সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। যা অনেকটা অচল অবস্থায় পড়ে ছিলো। একের পর এক মোটরসাইকেল চুরি হয়ে যাওয়ায় পৌরভবনের নিরাপত্তা নিয়ে নিশ্নে প্রশ্ন উঠছে।
তানোর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম ও তানোর পৌর ছাত্রলীগের আহবায়ক ফয়সাল সরকার অভিযোগ করে বলেন, পৌর মেয়র ইমরুল হকের ঘনিষ্টরা এলাকায় অপরাধ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। মোটরসাইকেল চুরি সিন্ডিকেটেও তাদের হাত থাকতে পারে।
জানা গেছে, গত ২ সেপ্টেম্বর এলাকার এক গৃহবধূর জন্মনিবন্ধন সংশোধনে তার স্বামীকে নিয়ে তানোর পৌরসভায় এসেছিলেন জেলার কেশরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাবের আলী মণ্ডল। পৌরভবনের সামনে থেকে ওই দিনই তার মোটরসাইকেলটি হারিয়ে যায়।
এই পৌর কাউন্সিলর জানান, পৌরভবনের সামনে নিজের পালসার (রাজশাহী- ১১-৮১৫৩) মোটরসাইকেল রেখে দুপুরে ১২টার দিকে পৌরভবনের ভেতরে ঢুকেন। কাজ শেষ করে বেলা দেড়টার দিকে বেরিয়ে তিনি আর মোটরসাইকেল পাননি। পরে তিনি তানোর থানায় লিখিত অভিযোগ দেন। এই কয়েকদিনেও মোটরসাইকেলের কুলকিনারা করতে পারেনি তানোর পৌর মেয়র ও পুলিশ।
এর আগে ২৬ আগস্ট পৌর ভবনের সামনে থেকে আরেকটি টিভিএস ব্র্যান্ডের মোটরসাইকেল হারিয়ে যায়। মোটরসাইকেলটির মালিক উপজেলার সরনজাই ইউনিয়নের নবনবী গ্রামে বাসিন্দা তইবুর রহমান পিন্টু। তিনিও সেদিন ব্যক্তিগত কাজে পৌরসভায় গিয়েছিলেন।
পিন্টু জানান, তার মোটরসাইকেলটি নিবন্ধনবিহীন। সেদিন তিনি পৌরভবন চত্বরে মোটরসাইকেল রেখে যোহর নামাজ পড়তে পৌরভবনের নিচতলায় একটি কক্ষে (নামাজের ঘর) গিয়েছিলেন। ফিরে এসে আর মোটরসাইকেল পাননি। পরে বিষয়টি তিনি পৌর মেয়রকে জানান। কিন্তু প্রথমে তিনি চুরির বিষয়টি পাত্তা দেননি। ইচ্ছেকরেই তিনি মামলার পথে হাঁটেননি।
পৌর ভবনের সামনে থেকে দুটি মোটরসাইকেল চুরির সত্যতা নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। তিনি বলেন, শুধুমাত্র কেশরহাট পৌর কাউন্সিলর সাবের আলী মণ্ডল থানায় মোটরসাইকেল চুরির অভিযোগ দিয়েছেন। অন্য অভিযোগটি আসেনি। কাউন্সিলরের অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।
পৌর ভবনের সামনে থেকে মোটরসাইকেল চুরির বিষয়ে তানোর পৌরসভার মেয়র ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক বলেন, সম্প্রতি তানোরে চারটি মোটরসাইকেল চুরি হয়েছে। যার মধ্যে দুটি চুরি হয়েছে পৌরভবন চত্বর থেকে। লোকজনের অসাবধানতায় মোটরসাইকেলগুলো চুরি হয়েছে বলে দাবি করেন মেয়র।
মেয়র যোগ করেন, একই জায়গা থেকে মোটরসাইকেল দুটি চুরি হয়েছে। ওই জায়গাটি আমগাছে ঢাকা। তাছাড়া ওই এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। সম্প্রতি পৌরভবন জুড়ে নজরদারি বাড়াতে তারা আরও সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন।
এসময় মোটরসাইকেল চোর সিন্ডিকেটে ঘনিষ্ট লোকদের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন দাবি করে মেয়র। বিরোধীপক্ষ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এমন তথ্য ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি।
Leave a Reply