স্টাফ রিপোর্টার, রাজশাহী: করোনার কারণে বিদ্যালয় বন্ধ ছিল টানা দেড় বছর। রোববার (১২ সেপ্টেম্বর) বিদ্যালয় খুললেও শ্রেণি কক্ষে পাঠ নিতে পারেনি রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ক্লাস হয়েছে বিদ্যালয়ের আঙ্গিনায়, গাছতলায়। সকালে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের গাছতলায় পাঠদান করেন সহকারী শিক্ষক । শ্রেণিকক্ষ সংকটে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান হয়েছে পাশের আরেকটি বিদ্যালয়ে।
জানা গেছে, বিদ্যালয়টিতে একসময় ৯টি কক্ষ ছিল। কিন্তু বর্তমানে দুটি। এর মধ্যে একটিতে চলছে দাপ্তরিক কার্যক্রম। অন্যটিতে রাখা হয়েছে নির্মাণ সামগ্রি। নতুন আরেকটি ভবন নির্মাণ চলছে। বিদ্যালয় মাঠে স্তুপ করে রাখা হয়েছে ইট, বালু ও মাটি। এর ভেতরেই খুলল বিদ্যালয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যায়টিকে ২৯২ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ৬০ জন। প্রথম দিনে উপস্থিত ছিল ৫০ জন। তাদের পাশের একটি বিদ্যালয়ে পাঠদান করা হয়েছে। তবে তৃতীয় শ্রেণির ৫৫ জন শিক্ষার্থীর পাঠদান হয়েছে গাছ তলায়। এই শ্রেণির ৮০ শিক্ষার্থীর মধ্যে বাকিরা প্রথম দিনে অনুপস্থিত ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুরাদ আলী জনান, বিদ্যালয়টির দোতলা ভবন নির্মাণকাজ চলছে প্রায় দেড় বছর ধরে। যদিও ছয় মাসের মধ্যে ভবন নির্মাণকাজ শেষ হবার কথা ছিল। সময়মত নির্মাণকাজ শেষ না হওয়ায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নেয়া যায়নি। একরকম বাধ্য হয়েই গাছ তলায় ক্লাস নিতে হয়েছে।
চারঘাট সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ মো. মনজুল ইসলাম বলেন, সকালে পরিদর্শনকালে প্রধান শিক্ষককে বলেছি পাঠদানের জন্য অন্তত একটা রুম তৈরি করতে। নির্মাণকাজের ধীরগতি ও ভবন নির্মাণের সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
Leave a Reply