স্টাফ রিপোর্টার: নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদে গোসলে দিতে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ হয়েছেন। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায় পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে পারভেজ হোসেন ও মিনি আকতার মহাদেবপুরের রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েলের বাড়ি বেড়াতে আসেন। দুপুরে বাড়ির পাশে আত্রাই নদের খেয়াঘাটে তারা গোসল করতে নামেন। 

আত্রাই নদে স্রোত থাকায় পানিতে নামার পরই তারা নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজ করে তাদের পাননি। পরে মহাদেবপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দেয় স্থানীয়রা।

মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আমিনুল ইসলাম বলেন, স্টেশনে ডুবুরি দল না থাকায় রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। বিকেল ৫টার দিকে ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ আত্রাই নদে স্বামী-স্ত্রী নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

Leave a Reply