স্টাফ রিপোর্টার, রাজশাহী: গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগজুড়ে ৪ দুজনের প্রাণ নিয়েছে মহামারি করোনা। এদের মধ্যে ৩ জনই বগুড়া জেলার বাসিন্দা। এ ছাড়া রাজশাহীতে মারা গেছেন একজন। এর বাইরে বিভাগের অন্য ৬ জেলায় করোনায় প্রাণহানির খবর মেলেনি।
এদিকে, গত এক দিনে বিভাগে আরও ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে করোনা সংক্রমণ দাঁড়াল ৯৭ হাজার ৩৪০ জনে। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৬৪১ জন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসেবে, এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ ৬৭৭ জন মারা গেছে বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৩০৬, নাটোরে ১৭১, চাঁপাইনবাবগঞ্জে ১৫৫, নওগাঁয় ১৪০, সিরাজগঞ্জে ৯৬, জয়পুরহাটে ৫৬ এবং পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে এই মহামারিতে।
বিভাগে গত এক দিনে ৯৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদিন বগুড়ায় ৩৩, পাবনায় ২৭, রাজশাহীতে ২১, জয়পুরহাটে ৬, নাটোরে ৪, সিরাজগঞ্জে ৩ এবং নওগাঁয় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই একদিনে চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের তথ্য মেলেনি।
এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৯২ হাজার ৮৪৭ জন করোনা রোগী। এর মধ্যে গত এক দিনে সুস্থ হয়েছেন ১৫৫ জন। এই একদিনে হাসপাতালে এসেছেন ৫২ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৫ হাজার ৭৯৯ জন।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগজুড়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ১৬০ জন। তবে একদিনে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫১ জন। হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ১৯ জন। গত একদিনে আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৮ জন।
Leave a Reply