দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সাথে সংঘর্ষে হাফিজুর রহমান সোহেল (২৬) নামের এক পান ব্যবসায়ী মারা গেছেন। শনিবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে দুর্গাপুর পৌর এলাকার কাশিপুর মহল্লায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান সোহেল পৌর এলাকার শালঘরিয়া মধ্যপাড়া মহল্লার বাছের শেখের ছেলে। রাজশাহী কলেজে অনার্সে অধ্যয়নরত ছিলেন তিনি। পড়াশোনার পাশাপাশি পান চাষে যুক্ত ছিলেন ওই যুবক।
এই ভটভটি চালক রমজান আলীকে (২৩) হেফাজতে নেয় পুলিশ। পরে নিহতের মা রুপিয়া বেগমের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ভটভটি চালক রমজান আলী রাজশাহী নগরীর উপকণ্ঠ বেলপুকুর থানার ভড়ুয়াপাড়া এলাকার নিজাম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী ওই যুবক উপজেলার আলীপুর বাজারে পান বিক্রি করে বাড়ি ফিরছেন। পথে কাশিপুর পৌঁছালে বিপরীতগামী পোল্ট্রি ফিড বোঝাই ভটভটির সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সোহেল। খবর পেয়ে পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তখনই হেফাজতে নেয় রমজান আলীকে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী এই তথ্য নিশ্চিত করে জানান, এই ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ভটভটি চালককে। পুলিশ এই ঘটনায় আইনত ব্যবস্থা নিচ্ছে।
Leave a Reply