স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার ( ৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে এই দুজনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে একজন রাজশাহী জেলার বাসিন্দা। অন্যজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। টানা ১৫ দিন পর করোনা গতকাল মৃত্যুর শূণ্য দিন কাটিয়েছে হাসপাতালের করোনা ইউনিট।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোন রোগী মারা যাননি।
তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের ১৬ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। এই দুজনই পুরুষ। এদের একজন ষাটোর্ধ এবং অন্যজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।
এদিকে, ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৬৮ জন রোগী। একদিন আগেও এই সংখ্যা ছিল ৬২ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন রোগী।
বর্তমানে রাজশাহীর ৪৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ২ জন, নাটোরের ৩ জন, পাবনার ৫ জন, কুষ্টিয়ার একজন, ঝিনাইদহের একজন, বগুড়ার একজন এবং মানিকগঞ্জের একজন রোগি হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। তবে একই দিনে রামেক ল্যাবে ১৮৩ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা ধরা পড়েছে।
রাজশাহী জেলার ৮৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েঠে ১৮টিতে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ২০ দশমিক ৬৯ শতাংশ। একই ল্যাবে নাটোরের ৫টি নমুনা পরীক্ষায় ২ টিতে করোনা ধরা পড়েছে। নাটোর জেলায় করোনা শনাক্তের হার ৪০ শতাংশ। এছাড়া জয়পুরহাট জেলার ৮৬টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা ধরা পড়েছে। জয়পুরহাটে করোনা শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ।
Leave a Reply