স্টাফ রিপোর্টার, রাজশাহী: জেলি পুশ করে চিংড়ির ওজন বাড়ানোর দায়ে রাজশাহীর দুই মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর লক্ষ্মিপুর মাছপট্টিতে এ অভিযান চালায়।
অভিযানে বেনু মাছের আড়তকে ৩ হাজার টাকা এবং মাসুম মাছ ঘরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে মাছ বাজারে অভিযান চালানো হয়। এ সময় দুই মাছ বিক্রেতার কাছে জেলিযুক্ত চিংড়ি মাছ পাওয়া যায়।
রাজশাহীতে এমন ঘটনা খুব একটা পাওয়া যায়না। এ ঘটনায় দুই মাছ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply