প্রিয় দেশ ডেস্ক: হাতাহাতি এমনকি চুলোচুলি হয়েছে নেত্রকোনার মোহনগঞ্জের বাসিন্দা দুই সতিনের। পরে এ ঘটনায় দুজনই একে অন্যের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌরশহরের মাইলোড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই থানায় জিডি করেন তারা।
জানা গেছে, মোহনগঞ্জ পৌরশহরের মাউলোড়া এলাকার আবদুল্লাহ আল মুজাহিদের দুই স্ত্রী আরবি সুলতানা রুবি (৩০) ও আমেনা আক্তারের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।
আরও পড়ুন: বড়ভাইয়ের প্রেমিকাকে নিয়ে ছোটভাই উধাও
অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, মুজাহিদ ১০ বছর আগে প্রথম বিয়ে করে আরবি সুলতানা রুবিকে। তাদের দুই সন্তান আছে। পাঁচ বছর আগে ঢাকার গিয়ে আমেনা আক্তার নামে এক নারীকে বিয়ে করে সংসার করতে থাকে মুজাহিদ।
এর আগে মুজাহিদ তাঁর প্রথম স্ত্রীকে তালাক দেন। এর আগে আমেনাও তাঁর প্রবাসী স্বামীকে তালাক দেন।
আরও পড়ুন: স্ত্রী রেখে শ্যালিকাকে বিয়ে, মেনে নিলেন বড় বোন
কিন্তু আমেনাকে কোনো কিছু না জানিয়ে গত জানুয়ারিতে মুজাহিদ নিজ এলাকায় আসেন এবং প্রথম স্ত্রীর সঙ্গেই সংসার করতে থাকেন। আর এদিকে আমেনা স্বামীর খোঁজ না পেয়ে ঢাকার মুগদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে মোহনগঞ্জে খুঁজতে গিয়ে বাড়ির সামনের রাস্তায় মুজাহিদকে স্ত্রীসহ পেয়ে যান। সেখানেই দুই স্ত্রীর মধ্যে হাতাহাতি-চুলোচুলি হয়।
এতে দুজনই সামান্য আহত হয়েছেন। পরে তাঁরা একে অন্যে বিরুদ্ধে থানায় জিডি করেন।
আরও পড়ুন: গোসলের সময় নড়ে উঠলো গৃহবধূর মরদেহ!
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply