নাচোল: স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাজন (২৮) নামে এক ভ্যানচালককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ মার্চ) সকালে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদের এই দণ্ডাদেশ দেন। পরে তাকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
দণ্ডিত রাজন উপজেলার দুলাহার এলাকার রবিউল ইসলামের ছেলে। উপজেলার খ. ম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
জানা গেছে, সকাল ১০টার দিকে নাচোল বাজার থেকে ওই ছাত্রী রাজনের ভ্যানে করে ভোলামোড়ের উদ্দেশ্যে যাচ্ছিল।
পথে ভ্যানচালক রাজন স্কুলছাত্রীকে আপত্তিকর কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে ওই ছাত্রী ভোলামোড়ে ভ্যান থেকে নেমে তার বাবাকে মোবাইলে বিষয়টি জানায়।
পরে ছাত্রীর বাবা ও এলাকাবাসী এসে ভ্যানচালককে আটক রেখে থানায় খবর দেন। পুলিশ গিয়ে ভ্যানচালককে পাকড়াও করে থানায় নেয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, জিজ্ঞাসাবাদে ওই ভ্যানচালক ওই ছাত্রীকে উত্যক্ত করার কথা স্বীকার করেন।
পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদের কার্যালয়ে নেয়া হয়। এই কাণ্ডে ভ্রাম্যমান আদালতে তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
আইনী প্রক্রিয়া শেষে দণ্ডিত রাজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply