স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী নগরীর চার বই বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। বুধবার (১৬ মার্চ) দুপুরের দিকে নগরীর সমবায় মার্কেট ও মনিচত্বর এলাকায় এই অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী।
তিনি জানান, সমবায় মার্কেট ও মণিচত্ত্বর এলাকায় লাইব্রেরিগুলোতে ক্রেতা সেজে অভিযান চালানো হয়। ওই সময় আশিক লাইব্রেরী, বিসমিল্লাহ লাইব্রেরী এবং বই কুঞ্জ লাইব্রেরী প্যাকেজ ছাড়া একাদশ শ্রেণিরই বই বিক্রিতে অসম্মতি জানায়। এই কাণ্ডে প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এছাড়া সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়েও বাড়তি মূল্যে চাওয়ায় বই বিচিত্রা লাইব্রেরীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী পরিচালক মাসুম আলী আরও জানান, অভিযানকালে প্রতিষ্ঠানসমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মেনে চলতে নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে আইন সম্বলিত লিফেলেট ও প্যাম্ফলেট প্রদান করা হয়েছে।
জনস্বার্থে এ অভিযান চলবে বলেও জানান সহকারী পরিচালক।
Leave a Reply