স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী নগরীতে বেপরোয়া গতির প্রাইভেটকার উল্টে আকাশ হোসেন (২২) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন ।
বুধবার (১৬ মার্চ) দুপুরের দিকে রাজশাহী ঢাকা মহাসড়ক কাটাখালী জুটমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ জেলার পুঠিয়া উপজেলার ভারোটা এলাকার রফিকুল ইসলামের ছেলে। দুর্ঘটনার সময় তিনি চালকের আসনে ছিলেন।
এই দুর্ঘটনায় নিহত আকাশের বন্ধু সজিব (২৩) আহত হয়েছেন। সজিব নগরীর বোয়ালিয়া থানার মাসুম মিয়ার ছেলে।রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
নগরীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, পুঠিয়া থেকে প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে রাজশাহী নগরীর দিকে আসছিল। পথে কাটাখালী জুটমিলের ২ নম্বর গেটে পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক।
এতে প্রাইভেটকারটি রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে উল্টে যায়। প্রচন্ড গতিতে থাকায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় আকাশ ও সজীব গুরুতর আহত হন ।
দ্রুত তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে আকাশের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলে জানান ওসি।
Leave a Reply