স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী নগরীতে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ মাহমুদ হাসান রাব্বেল (২৩) এক যুবক গ্রেফতার হয়েছেন।
বুধবার বেলা সোয়া ৪টার দিকে নগরীর বেলপুকুর থানার ভাঙ্গা দক্ষিণপাড়া এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার রাব্বেল বেলপুকুর থানার আগলা এলাকার বাদল আলীর ছেলে। এনিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এই তথ্য জানায়।
র্যাবের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বেলপুকুরের ভাঙ্গা দক্ষিণপাড়ায় অভিযান চালায়। পাকার রাস্তার উপর মাদক বিক্রির জন্য অপেক্ষা করছিলেন রাব্বেলসহ দুই যুবক।
র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যজন পালিয়ে গেলেও ধরা পড়ে যান রাব্বেল। তার কাছে পাঁচ প্যাকেটে এক কেজি হেরোইন পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।
র্যাব আরও জানিয়েছে, জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন রাব্বেল। পরে তার বিরুদ্ধে বেলপুকুর থানায় মামলা দায়ের করা হয়।
Leave a Reply