স্টাফ রিপোর্টার: বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন নওগাঁর মোটর শ্রমিক দিপক রায় (৩৫)। ১৪ মার্চ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেই যাত্রাই প্রাণে বেঁচে যান দিপক রায়। এবার হাসপাতালের তিন তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন।
শনিবার (১৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এই কাণ্ড ঘটান দিপক। বর্তমানে আহত হয়ে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি তিনি।
মোটর শ্রমিক দিপক রায় নওগাঁর মহাদেবপুর উপজেলার কুশা পুকুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন দিপক। স্বজনরা টের পেয়ে তাকে রামেক হাসপাতালে নেন। এরপর থেকে হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি।
রামেক হাসপাতাল বক্স পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে দিপক রায় ১৬ নম্বর ওয়ার্ডের তৃতীয় তলা থেকে লাফ দেন।
আত্মহত্যার উদ্দেশ্যেই তিনি এই কাণ্ড ঘটনা। কিন্তু নিচে পড়ে গিয়ে তিনি মারাত্মকভাবে আহত হন। বর্তমানে ৮ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
Leave a Reply