পুলিশের জালে অস্ত্রসহ আটকা ‘ব্রাজিল’ 

বগুড়া: বগুড়া সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলিসহ ২২ মামলার আসামি যুবদল নেতা ব্রাজিলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার ব্রাজিল উপজেলার গোদারপাড়া এলাকার শাহাজাহান আলীর ছেলে। তিনি পৌরসভার চারমাথা বন্দর শাখা যুবদলের সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদরের বকশিবাজারে তিন রাস্তার মোড় থেকে ওয়ারেন্টমূলে ব্রাজিলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে অস্ত্র হেফাজতে রাখার কথা স্বীকার করেন।

পরে তার দেওয়া তথ্যমতে মধ্যরাতে অভিযান চালিয়ে সদরের পলাশ চৌকিরপাড় ব্রিজের দক্ষিণ পাশের ইউক্যালিপ্টাস গাছের বাগান থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি (এক রাউন্ড মিসফায়ারকৃত) জব্দ করা হয়।

ব্রাজিলের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, অ্যাসিড নিক্ষেপ, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ মোট ২২ মামলা রয়েছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, ব্রাজিল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply