গোদাগাড়ীতে ৩ বিদেশী পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে তিনটি বিদেশী পিস্তল, ৭টি ম্যাগাজিন এবং ১৯ রাউণ্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে রবিউল ইসলাম (২৫) নামের এক যুবককে।

রোববার (১৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার বালিয়াঘাট্টা কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার রবিউল ইসলাম চাঁপাই নবাবগঞ্জ সদরের তাহেরপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের কথা জানিয়েছে র‌্যাব।

বিশেষ এই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহ্রিয়ার। রাতেই তিনি

সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র কারবারে যুক্ত ওই যুবককে গ্রেফতার করা হয়।

পরে তার কাছে তিনটি বিদেশী পিস্তল, ৭টি ম্যাগাজিন এবং ১৯ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক র‌্যাবকে জানান, ওই যুবক একজন অস্ত্র ব্যবসায়ী। অবৈধভাবে এসব আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছিলেন তিনি। বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।

দীর্ঘদিন ধরেই তিনি এই কারবার চালিয়ে আসছিলেন বলে জানিয়েছেন র‌্যাবকে। পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছে র‌্যাব।

Leave a Reply