নারী ডেস্ক: প্রতি ৮ জন নারীর মধ্যে ১ জনের জীবদ্দশায় ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে। সেই কারণ অবশ্য সবার জানা নেই।
আসুন জেনে নেই কোন্ নারীদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি। কাদের বেশি হয় ব্রেস্ট ক্যান্সার?
– ৯৯.৫% ক্ষেত্রে মহিলাদের, ০.৫% ক্ষেত্রে পুরুষদের।
– পরিবারে যদি অন্য কারও হয়ে থাকে (মা, খালা ইত্যাদি)।
– যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেন। জন্মনিরোধক ওষুধ খান।
– যাদের মাসিক আগে শুরু হয় এবং দেরিতে মাসিক বন্ধ হয়।
– যারা প্রথম বাচ্চা বেশি বয়সে নেন।
– সন্তানকে বুকের দুধ খাওয়ান না।
– যাদের সন্তান নেই।
Leave a Reply