রাজশাহীতে সাত শিবির নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীতে তিন জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ২টার দিকে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার পুঠিয়া উপজেলার ক্ষুদ্রজামিরা গ্রামের সিদ্দিক আলীর ছেলে আবু দাউদ (৩৮), একই উপজেলার মাহেন্দ্রা গ্রামের হেমায়েত আলীর ছেলে মুনসুর রহমান ওরফে মুনসুর খলিফা (৩৮) ও ভরুয়াপাড়া গ্রামের জবেদ মন্ডলের ছেলে সাইদুর রহমান (৩৫)।

র‌্যাবের ভাষ্য, এই তিন জনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের সক্রিয় সদস্য।

রাজশাহী র‍্যাবের কোম্পানি কমান্ডার এটিএম মাইনুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বেলপুকুর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাও হয়েছে। 

Leave a Reply