চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর টেন্ডারপাড়া এলাকার রেললাইনের পাশে ওই মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ বলছে, ফজরের নামাজের পর স্থানীয়রা রেললাইনের মধ্যে লুঙ্গি দিয়ে ঢাকা থাকা অবস্থায় একটি শপিং ব্যাগ দেখতে পান। পরে তা খুলতেই নবজাতকের মরদেহ বেরিয়ে আসে। পরে পুলিশ এসে মরদেহটি নিয়ে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মুনশেদ আলী জানান, মরদেহটি একদিনের কন্যা শিশুর। এলাকার লোকজন সেটি দেখতে পেয়ে তাকে জানান। এরপর তিনি পুলিশকে জানান।
তার ধারণা- গভীর রাতে পলিথিনে মুড়িয়ে শপিং ব্যাগে করে মরদেহটি কেউ ফেলে গেছেন। এলাকার লোকজন কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেননি।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নবজাতকের মরদেহ উদ্ধারের পর আইনত ব্যবস্থা নিয়েছে পুলিশ।
Leave a Reply