স্টাফ রিপোর্টার: পিকআপে করে রাজশাহী নগরীতে ঢুকছিল ১২ কেজি গাঁজার একটি জালান। কিন্তু নগরীতে প্রবেশের আগেই তা আটকা পড়েছে গোয়েন্দা পুলিশের জালে।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের বেলপুকুর থানার পেট্রোনাস ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে এই চালানটি আটকায় পুলিশ।
এই ঘটনায় গ্রেপ্তার করা হয় পিকআপ চালক সাহেদ আলীকে (৩২)। তবে পালিয়ে যান তার সহযোগী কমল (২৭)।
গ্রেপ্তার সাহেদ আলী রাজশাহী নগরীর কাটাখালি থানার মাসকাটা দিঘী এলাকার সোহবার আলীর ছেলে।
মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপটি পরে জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় পরে বেলপুকুর থানায় মামলা হয়েছে।
নগর পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাহেদ জানান, বিক্রির উদ্দেশ্যে তারা দুজন গাঁজা রাজশাহী শহরে নিয়ে আসছিলেন। দীর্ঘদিন ধরে এই কাণ্ডে যুক্ত তারা।
পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মহানগরীর বেলপুকুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।
Leave a Reply