বাড়ি বরেন্দ্রজুড়ে গোদাগাড়ীতে অর্ধ কোটি টাকা হেরোইনসহ যুবক গ্রেপ্তার

গোদাগাড়ীতে অর্ধ কোটি টাকা হেরোইনসহ যুবক গ্রেপ্তার

301
গোদাগাড়ীতে অর্ধ কোটি টাকা হেরোইনসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ৫২০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নাদিম আলী (১৯) নামের এক যুবককে।

রোববার (২৯ জানুয়ারি) বেলা ৩টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার সরাংপুর মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

গ্রেপ্তার নাদিম আলী চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর এলাকার আজিজুল হকের ছেলে। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র‌্যাব।

র‌্যাব-৫ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদকের চালানটি রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলো। গোপন সংবাদ পেয়ে সরাংপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব।

এই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক আমিনুল ইসলাম। ওই অভিযানে  ৫২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয় নাদিম আলী নামের ওই যুবককে।

জিজ্ঞাসাবাদে ওই যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় র‌্যাব।

Leave a Reply