চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রামের জমজ দুই বোন আনিশা ও আরিশা (১৯ মাস) দায়িত্ব নিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল হায়াত।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে জমজ দুই শিশুর কষ্টের কথা শুনে প্রতি মাসে ভরণ-পোষণের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন ইউএনও।
জানা যায়, ৪ মাস আগে প্রতিদিনের মতো এক রাতে আনিশা ও আরিশা (১৯ মাস) ঘুমিয়েছিল বাবা মার সঙ্গেই। ওই দিন ভোর বেলা ঘরের মধ্যে দুই শিশু কান্না করতে থাকে। কান্না শুনে ছুটে যান তাদের দাদি রুমালী বেগম।
এসময় তিনি দেখেন, দুজনেই কাঁদতে থাকলেও পাশে বাবা-মা নেই। এরপর কোথাও খুঁজে পাননি তার ছেলে ও ছেলের বউকে। এরপর ৪ মাসেও অতিবাহিত হলেও শিশু আনিশা ও আরিশার বাবা-মা বাড়ি আসেনি।
অভাবের সংসারে এতিম জমজ শিশু নিয়ে দাদা-দাদি ও তার ফুফু পড়েন মহাবিপদে। ছেলে ও ছেলের বউয়ের সংসারে অমিলের কারণে দুজন দুই দিকে চলে গেছে বলে তাদের ধারণা।
এরপর শিশুর পরিবার থেকে শিশুদুটিকে সহায়তার জন্য ফোন করেন-১০৯৮ নম্বরে। শিশু সহায়তার প্রাপ্ত ফোন নম্বর থেকে ফোন পেয়ে সব ধরনের তথ্যের ভিত্তিতে জমজ দুই বোনের সার্বিক দায়িত্ব নেন ইউএনও।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল হায়াত বলেন, সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে আনিশা ও আরিশাকে নিয়ে তার দাদি হাজির হন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসে।
জমজ দুই শিশুর কষ্টের কথা তাদের দাদির মুখে শুনে প্রতি মাসে ভরণ-পোষণের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
Leave a Reply