ছাত্রাবাস থেকে রাবি ছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে শিপলু (৩০) নামের এক শ্রমিক মারা গেছেন। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে নগরীর বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকার এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিপলু নগরীর থানার দরগা পাড়া এলাকার শামীম ওরফে আশরাফের ছেলে। এনিয়ে বোয়ালিয়া মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নেয়ার পথে মারা যান ওই শ্রমিক।

পরে মরদেহ রামেক হাসপাতালে নেয়া হয়। আপাতত এনিয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। অবহেলায় মৃত্যুর অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেবে পুলিশ।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যান বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক  হেলাল উদ্দিন। তিনি বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেও দুর্ঘটনাকবলিত শ্রমিককে হাসপাতালে নেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

তিনি আরও বলেন, নির্মাণাধীন দশ তলা ভবনটি সম্রাট নামের স্থানীয় এক ব্যক্তির। কোনো ধরণের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ওই শ্রমিক ক্রেনে চড়ে ৮ তলায় কাজ করছিলেন। দুর্ঘটনাবশত কেবল ছিঁড়ে তিনি নিচে পড়ে যান। মুমূর্ষু অবস্থায় তাকে রামেক হাসপাতালে নেয়া হয়।

তবে হাসপাতালে নেয়ার আগেই পথে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামসুর রহমান।

Leave a Reply