রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে ২ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি মামলায় দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আলাদা মামলায় এই দণ্ডাদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান।

দণ্ডিতরা হলেন- পাবনা জেলা সদরের রামানন্দপুর এলাকার মোকছেদ মোল্লার ছেলে কাউসার উদ্দিন (৪১) ও পাবনার আমিনপুর উপজেলার দূর্গাপুর দক্ষিণচর এলাকার আব্দুল বারিক মল্লিকের ছেলে সাগর আহম্মেদ (২৫)। রায় ঘোষণাকালে আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন তারা। পরে আসামিদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেটইসমতআরাবেগম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ১৯(২) ধারায় অভিযুক্ত কাউসার উদ্দিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

অভিযুক্ত সাগর আহম্মেদকে একই আইনের ২৫(২) ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সাথে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও ২৯(২) ধারায় তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সাথে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুজন আসামিরই মূল হাজতবাস কারাদণ্ড থেকে বাদ যাবে বলে জানিয়েছেন আদালত।

মামলার বিবরণে পিপি জানান, দণ্ডিত কাউসার উদ্দিন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় তিনি এক কর্মকর্তার ল্যাপটপ থেকে বিভিন্ন অফিসিয়াল তথ্য অন্য ব্যক্তি ও অফিসে হস্তান্তর করে। একইসাথে অনুমতি ছাড়াই কোম্পানির রিসোর্স ব্যবহার করে অন্যদের কাছে কনসালটেন্ট হিসাবে কাজ করছিল।

ধরা পড়ার পর এক পর্যায়ে চাকরি ছেড়ে সটকে পড়েন। পরে ডিজিটাল নিরাপত্তা আইনের ডিজিটাল নিরাপত্তা আইন আদালতে মামলা দায়ের করেন কোম্পানির এক কর্মকর্তা। তদন্ত শেষে  তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য প্রমাণ শেষে তাকে এই দণ্ড দেন আদালত।

অন্যদিকে, পারিবারিক বিরোধের জেরে এক তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন অভিযুক্ত সাগর আহম্মেদ। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। এই মামলায় দুটি ধারায় তাকে দণ্ডিত করেছেন আদালত।

Leave a Reply