স্টাফ রিপোর্টার: নওগাঁর নিয়ামতপুরে ১৫ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে উপজেলার বরেন্দ্র বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার চিনিয়াতলা মহল্লার সেতাউর রহমান (৪২), গোমস্তাপুরের নন্দিপুরের আসানপুরের আব্দুল খালেক (৫৩), ও পাবর্তীপুরের শেরপুর এলাকার নজরুল ইসলাম (৬৩)।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার সেতাউর রহমান মূর্তি পাচারকারী প্রতারক চক্রের প্রধান এবং অন্যরা তার সহযোগী। তারা দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গা থেকে কষ্টি পাথরের মূর্তি সংগ্রহ করে আসছিলেন। সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতও করেন তারা।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরেন্দ্র বাজার এলাকায় অভিযান চালায় র্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। বিশেষ এই অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক আমিনুল ইসলাম।
ওই অভিযানে গ্রেপ্তার হন এই তিন মূর্তি পাচাারকারী। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মামলা হয়েছে বলে জানায় র্যাব।
Leave a Reply