স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, টোকা দিয়ে সরকারকে ফেলতে চাই না। আমরা চাই নিরপেক্ষ সরকারের অধীনে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) ১০ দফা দাবিতে রাজশাহীতে আয়োজিত বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।
ক্ষমতাসীন দলের ‘উসকানিমূলক পাল্টা’ কর্মসূচির প্রতিবাদে, বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ আয়োজন ছিল বিএনপি।
নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মির্জা আব্বাস। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ সমাবেশে স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য দেন।
মির্জা আব্বাস বলেন, আজকে আওয়ামী লীগ সরকার লুটপাটের মহড়া সাজিয়ে বসেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়ে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে তারা।
আজকে সরকারের ভোটের দরকার নেই। তাই জনগণের চেহারা দেখার সময় তাদের নেই। যে অবস্থা চলছে এতে দেশ অচিরেই ফকির রাষ্ট্রে পরিণত হবে।
Leave a Reply