স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন এলাকার আরও ৬টি অবৈধ ড্রাম চিমনি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা প্রশাসনের সহায়তায় রোববার (৫ ফেব্রুয়ারি) দিনভর এই অভিযান চলায় জেলা পরিবেশ অধিদপ্তর।
যৌথ এই অভিযানে নেতৃত্ব দেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম আবু সুফিয়ান।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কবির হোসেন।
কবির হোসেন জানান, বাগমারার বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ড্রাম চিমনি ইট ভাটা চলছিল। রোববার যৌথ অভিযান চালিয়ে ৬টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।
এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উপ পরিচালক মাহমুদা পারভীনের নির্দেশনায় এই অভিযান চালানো হয়েছে।
এর আগে গত ১ ফেব্রুয়ারি বাগমারায় আরেক দফা অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। সেদিন ৭টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয় ভ্রাম্যমান আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করে।
অবৈধ ইটভাটা বন্ধে জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
Leave a Reply