ভাতিজিকে বসিয়ে রেখে দৃষ্টিহীন তরুণীকে ধর্ষণ

দেশ ডেস্ক: চাঁদপুরের কচুয়ার সাদিপুরা চাঁদপুর গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে চাঁদপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে সিএনজিচালক মো. শাহপরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার আকানিয়ার দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে বৃহস্পতিবার তার বড় ভাইয়ের মেয়েকে নিয়ে নানার বাড়ি সাদিপুরা চাঁদপুর তালুকদার বাড়িতে বেড়াতে যায়।

দুপুরের পর তারা নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নানার বাড়ি থেকে বের হলে সিএনজিচালক শাহপরান তাদেরকে আকানিয়া পৌঁছে দেবে বলে সিএনজিতে উঠায়।

সেখান থেকে শাহপরান তাদেরকে সাদিপুরা চাঁদপুর গ্রামের মোন্দার বাড়ির কামালের পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষিতার ভাতিজীকে ভয়-ভীতি দেখিয়ে সিএনজিতে বসিয়ে রাখে।

পরে দৃষ্টি প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তবে ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শাহপরান।

এ ব্যাপারে কচুয়া থানার এসআই মো. তাজুল ইসলাম জানান, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শাহপরানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শাহপরানকে গ্রেফতার করে শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply