স্টাফ রিপোর্টারঃ শিক্ষা ছাড়া কোনো জাতির ভবিষ্যত নেই উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমান সরকার শিক্ষায় প্রচুর অর্থ বিনিয়োগ করছে। ২০০৪-২০০৫ সালে বিএনপি-জামাতের সময় মূল বাজেটের আকার যত ছিল, তা বর্তমান সরকারের শিক্ষাখাতের বরাদ্দের সমান। এ বিশাল বাজেট ভবিষ্যত দেশ গড়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
শনিবার (১১ মার্চ) দুপুরের দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার মোহনপুর সরকারি উচ্চবিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষার ওপর জোর দেন। এছাড়া বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে প্রাক্তন ছাত্রদের অবদান রাখা এবং ছাত্রবৃত্তির ব্যবস্থা করে গরিব, অসহায় শিক্ষার্থীদের সাহায্য করার আহ্বান জানান।
বর্তমান সরকারের নতুন শিক্ষানীতি তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের সরকার কর্মের মাধ্যমে শিক্ষা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছে। তিনি প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে শিক্ষার্থীদেরকে তাঁকে সকল ক্ষেত্রে অনুসরণ করার পরামর্শ দেন । তিনি বলেন, কেউ অন্য দলের বা অন্য মতের হতে পারে; কিন্তু এটা স্বীকার করতে হবে যে, দেশের ১৭ কোটি মানুষের মধ্যে শেখ হাসিনার বিকল্প নেই।
Leave a Reply