সব পক্ষকে শান্ত থাকার আহবান রাসিক মেয়রের

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং স্থানীয়দের শান্ত থাকার আহবান জানিয়েছেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

দুপক্ষের সংঘর্ষ চলাকালে শনিবার (১১ মার্চ) রাতে ঘটনাস্থলে গিয়ে এই আহবান জানান রাসিক মেয়র। সন্ধ্যার পর থেকে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষ বাধে।

খবর পেয়ে রাত আটটার দিতে ঘটনাস্থলে যান রাসিক মেয়র। রাত সাড়ে ১০টা পর্যন্ত বিনোদপুর বাজারে ছিলেন তিনি।

এ সময় মেয়র রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে কথা বলেন। তিনি অনাকাঙ্খিত এই ঘটনার শান্তিপূর্ণভাবে সমাধানে দুপক্ষকে আহবান জানান।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনিসুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার বগুড়া থেকে মোহাম্মদ পরিবহনের বাসে করে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আলামিন আকাশ। বাসে সিটে বসা এবং ভাড়াকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেইটে এলে আবারও পরিবহন শ্রমিকদের সঙ্গে ওই শিক্ষার্থীর বচসা হয়। তখন স্থানীয় এক দোকানদার এসে শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে উভয়র মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

তখন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন এবং স্থানীয় দোকানদারদের ওপর চড়াও হন। একপর্যায়ে স্থানীয়রা একজোট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া করে।

শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে দেয়। এ সময় একে-অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। সন্ধ্যায় এ ঘটনার সূত্রপাত হয় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর বাজার সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে। ধীরে ধীরে তা ওই এলাকায় ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের পুলিশ বক্সটি পুড়িয়ে দেন বিক্ষুব্ধরা। আগুনে পুলিশ বক্সের পাশে কয়েকটি দোকানঘরও পুড়ে যায়। রাত পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিস এসে দোকানপাট ও পুলিশ বক্সের আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ প্লাটুন বিজিবি নামানো হয়েছে বিশ্ববিদ্যালয় এলাকায়। উদ্ভূত পরিস্থিতির কারণে রোববার ও সোমবারের সব ধরনের পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে।

Leave a Reply