ইমো হ্যাক চক্রের ৪ সদস্য গ্রেফতার
ইমো হ্যাক চক্রের ৪ সদস্য গ্রেফতার

সৌদি প্রবাসীর ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। গতকাল রাত সাড়ে আটটার দিকে নাটোর জেলার লালপুর বীরোপাড়া ও বিলমারীয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- লালপুর উপজেলার বীরোপাড়া গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে মোঃ আরিফ হোসেন (২৪), মোঃ মোজদার সরদারের ছেলে মোঃ বিজয় সরদার (২২), উপজেলার বাকনাই গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ মোহন আলী (২৩) ও মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ আল আমিন আহমেদ (২০)।

রোববার ( ১২মার্চ) দুপুরে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য বিষয়টি নিশ্চিত করা হয়।

তিনি বলেন, এরা সকলে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে “ইমো” হ্যাক করে বিকাশের মাধ্যমে প্রতারণা পূর্বক অর্থ হাতিয়ে নিতেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯ টি মোবাইল ফোন, প্রতারনার কাজে ব্যবহৃত ১৭ সিমকার্ড উদ্ধার করা হয়।

রিয়াজ শাহরিয়ার বলেন, এর আগে এক সৌদি প্রবাসী অভিযোগ দায়ের করেন। অভিযেযাগে বলেন, আইডিতে মেসেজ আসে যে, তার স্বামী সৌদি আবরে বিপদে আছে তার নগদ অর্থে প্রয়োজন এবং অর্থ প্রেরণের জন্য বিকাশ নম্বর দেয়। ভূক্তভোগী উক্ত মেসেজের প্রেক্ষিতে বিকাশে ৫৫ হাজার টাকা প্রেরণ করে।

পরবর্তীতে কিছু সময় পর ভূক্তভোগী বুঝতে পারে যে, সংঘবদ্ধ প্রতারক চক্র তার স্বামীর ইমো একাউন্ট হ্যাক করে প্রেরিত বিকাশ নম্বরগুলো দিয়ে তার সাথে প্রতারণা করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছে। পরে নাটোর জেলার লালপুর থানার মামলা করেন।

এরই প্রেক্ষিতে সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন বীরোপাড়া ও বিলমারীয়া গ্রামে অভিযান পরিচালনা করে পলাতক আসামীগনদের গ্রেফতার করে।

তিনি আরও বলেন, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” বহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিত জন দের নিকট হতে প্রতারণা পূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। পরবর্তীতে আসামীদের নাটোর জেলার লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply