রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি
রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি

স্টাফ রিপোর্টারঃ জনগণকে সচেতন করতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের ভূমিকা তুলে ধরে রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি বলেছেন, ভোক্তার অধিকার আদায়ের জন্যই বিশ্ব সম্প্রদায় ভোক্তা অধিকার দিবস সৃষ্টি করেছে। আমরা নজর কাড়া বেশ কিছু উন্নয়ন সাধন করেছি, যা নিয়ে বিশ্বের দরবারে দেশবাসী আমরা গর্ব করি।

বুধবার (১৫ মার্চ) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, আমরা নজর কাড়া বেশ কিছু উন্নয়ন সাধন করলেও কিছু কিছু জায়গায় আমাদের দুর্বলতা রয়েছে। ভোক্তা হিসাবে আমাদের অধিকার সচেতনতার অভাব রয়েছে। ভোক্তার অধিকার সুনিশ্চিত করার জন্য ভোক্তার মানসিকতা পরিবর্তনের উপর গুরুত্ব দেওয়া দরকার। এছাড়া ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের জন্য ভোক্তা ও ব্যবসায়ী উভয়কে স্মার্ট হওয়ার আহ্বান জানান।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার শামসুন নাহার, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন প্রমুখ।

এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিভাগীয় কমিশনার বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ এর উদ্বোধন করেন।

Leave a Reply