মাতালের ভয়ে পালালো কুমির
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্কঃ বদ্ধ জলাভূমির মাঝখানে জেগে থাকা ছোট দ্বীপের মতো একটি জায়গা। সেখানে শুয়ে রোদ পোহাচ্ছিল দু’টি কুমির। এ প্রাণী দু’টির দিকে অন্যমনস্ক হয়ে এগিয়ে আসছিলেন মত্ত এক ব্যক্তি। ওই ব্যক্তি কুমির দু’টির কাছে পৌঁছতেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। ওই ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা গেছে, সেই ব্যক্তি এতটাই মাতাল ছিলেন যে সামনে শুয়ে থাকা ওই দুই কুমিরকে তিনি দেখতেই পাননি। মদের নেশায় বুঁদ হয়ে টলতে টলতে জলাভূমি পেরিয়ে ছোট ওই দ্বীপে পৌঁছে যান তিনি। চলে যান ওই প্রাণী দু’টির সামনে। এরপরেই ঘটে যায় সেই অবিশ্বাস্য ঘটনা। মানুষ দেখে তেড়ে না গিয়ে উল্টো মাতালের চাল-চলনে ঘাবড়ে যায় কুমির দু’টি। পড়িমড়ি করে দৌড়ে চলে যায় পানির মধ্যে। তবে সামনাসামনি দু’টি কুমিরকে দেখে একবারের জন্যও ঘাবড়াতে দেখা যায়নি ওই মদ্যপ ব্যক্তিকে।

ভাইরাল ভিডিওটি ৯ মার্চ টুইট করা হয়েছিল। এখনও অবধি প্রায় ৫০ হাজার মানুষ ওই ভিডিওটি দেখেছেন। অনেকে আবার ওই ভিডিও দেখে বিভিন্ন মন্তব্য করেছেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘‘দেশি মদ পান করার কারণেই ওই ব্যক্তি এমন সাহসিকতা এবং শক্তি অর্জন করেছেন।’’

Leave a Reply