খেলাধুলা ডেস্কঃ বাইশগজে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ। এই যেমন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার দিন তিনেক পরই আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী ১৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ওয়ানডে সিরিজ। এর মধ্যেই গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ডিপিএল। আর সেখানেও ক্রিকেটারদের ওপর নজর রাখছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বৃহস্পতিবার মিরপুর শেরে-ই বাংলার মাঠে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। সব খেলোয়াড়রাই এখানে খেলে। আমাদের এইচপি কিংবা জাতীয় দলের জন্যও খেলোয়াড় আমরা এখান থেকেই বাছাই করি। তাই এই টুর্নামেন্টে আমাদের দৃষ্টি সবসময় থাকে।’
নান্নু যোগ করেন, ‘সব খেলোয়াড়ের জন্যই এই ডিপিএল খুব বেশি গুরুত্বপূর্ণ। নতুন যেসব খেলোয়াড় আছেন তাদের জন্য এবং যারা জাতীয় দলের বাইরে আছেন তাদের জন্যও এটা একটা ভালো সুযোগ। তাই সবার পারফরম্যান্সই অ্যানালাইসিস করা হবে। ক্লাব ক্রিকেটের সবকিছুই ক্লাবগুলো মনিটরিং করে।’
এদিকে এবারের ডিপিএলে উইকেটের কন্ডিশন ভালো। যে কারণে আরো ভালো ক্রিকেটের অপেক্ষায় রয়েছেন প্রধান নির্বাচক নান্নু, ‘তবে উইকেটের কন্ডিশন খুব ভালো। সবগুলোই ফ্ল্যাট উইকেট। সামনে আরও ইন্টারটেইনিং ক্রিকেট অপেক্ষা করছে। যদি বৃষ্টি বাধা না দেয় তবে আমি মনে করি বেশ ভালো ক্রিকেটই খেলা হবে।’
Leave a Reply