রাজশাহী সিটি করপোরেশনের

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্প্রসারিত এলাকা রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) অন্তর্ভুক্তির দাবি উঠেছে।

শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন থেকে এই দাবি জানান সম্প্রসারিত এলাকার লোকজন। 

ওই মানববন্ধনে সিটি করপোরেশন সংলগ্ন পৌরসভা ও ইউনিয়নগুলোর সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, ২০১৮ সালে আরএমপিকে সম্প্রসারণের মাধ্যমে ৪টি থানা থেকে ১২টি থানা করা হয়েছে। ফলে সম্প্রসারিত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে এবং এর সুফল পাওয়া যাচ্ছে।

কিন্তু তারা রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বাসিন্দা হতে পারেননি। তারা উন্নত নাগরিক সেবা প্রাপ্তির স্বার্থে আরএমপির গোটা এলাকাকে রাসিকে অন্তর্ভুক্তির দাবি জানান।

বক্তারা আরো বলেন, একদিকে উপজেলা প্রশাসন অন্যদিকে মেট্রোপলিটন এলাকা, এছাড়াও বিচারিক আদালত মেট্রো হওয়ায় বর্তমানে আমরা দ্বৈত্য শাসন ব্যবস্থায় পরিচালিত হচ্ছি। আমরা এই দ্বৈত্য শাসন থেকে মুক্তি চাই।

 পবা উপজেলার নওহাটা ও কাটাখালি পৌরসভা দুটি রাজশাহী সিটি করপোরেশন এলাকা সংলগ্ন এবং এর মাঝে অন্য কোন ইউনিয়ন নেই। নগরীর সন্নিকটে হওয়ায় এ এলাকায় অপরিকল্পিতভাবে নগরায়ন ও শিল্পায়ন হচ্ছে। ফলে এখানকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

পরিবেশবান্ধব পরিকল্পিত নগরায়নের জন্য সম্প্রসারিত রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) এলাকাভুক্ত কাটাখালী থানার কাটাখালী পৌরসভা, শাহমখদুম, পবা ও এয়ারপোর্ট থানার নওহাটা ইউনিয়ন, পারিলা ইউনিয়ন, হরিয়ান ইউনিয়ন, বেলপুকুর থানার বেলপুকুর ইউনিয়নের ও পুঠিয়া থানার বানেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকাকে রাজশাহী সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান তারা।

পবার পারিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল বারী ভুলুর সভাপতিত্বে মাসমাবেশে বক্তব্য দেন- চারঘাটের ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলী, কাটাখালি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মোল্লা, নওহাটা পৌরসভার বাসিন্দা আমিনুল ইসলাম, জেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক শাহাদত হোসেন পিন্টু প্রমুখ।

Leave a Reply