স্টাফ রিপোর্টার, রাজশাহী: নানান আয়োজনে কমিউনিটি পুলিশিং দিবস পালন করেছে রাজশাহী মহানগর পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে রাজশাহী কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তাতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী মেট্রোপলিন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন-রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।
আরএমপি কমিউনিটি পুলিশং ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে নগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, নগর পুলিশের বিভিন্ন থানা নানান আয়োজনে কমিউনিটি পুলিশ দিবস পালন করে।
Leave a Reply