প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৩, ১৯:০৩
বগুড়া সদরে কাঁঠাল গাছ থেকে নামিয়ে চোর সন্দেহে জয় ইসলাম (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরইল গ্রামে এই ঘটনা ঘটে।
জয় শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। তবে সে নানির সঙ্গে আলাদাভাবে বসবাস করত।
কাজী নুরুইল গ্রামের বাসিন্দা আহসানুল কবির ডালিম বলেন, ‘রোববার রাত ৯টার দিকে কাজী নুরইল গ্রামের মৃত মকবুল মাস্টারের বাড়িতে প্রবেশ করে জয়। ঘটনা টের পেয়ে বকবুল মাস্টারের দুই ছেলে মটু ও আশরাফুল জয়কে ধাওয়া করে।
ভয়ে সে কাঁঠাল গাছে উঠে আশ্রয় নেয়। মটু ও আশরাফুল ঢিল ছুড়ে জয়কে গাছ থেকে নামিয়ে নিজেদের বাড়িতে নিয়ে মারধর শুরু করে। একপর্যায়ে তাদের চোর-চোর চিৎকারে গ্রামের প্রায় দেড়শ মানুষ আসে। সেখানে সংঘবদ্ধ পিটুনিতে জয় মারা যায়।’
ডালিম আরও বলেন, ‘জয়ের বাবা-মা অন্যত্র বিয়ে করে আলাদা থাকেন। নানির কাছে বড় হওয়া জয় ভবঘুরে ছিল। গ্রামের সবাই তাকে চিনত। এরপরও এইভাবে পিটিয়ে মারা নির্মমতা ছাড়া কিছুই না।’
বগুড়া সদর থানা পুলিশের ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ‘জয় নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় হত্যা মামলা দায়ের হবে।’
বরেন্দ্র এক্সপ্রেস/এফএস
মন্তব্য করুন: