[email protected] মঙ্গলবার, ৫ই ডিসেম্বর ২০২৩, ২০শে অগ্রহায়ণ ১৪৩০

বিধবাকে ধর্ষণের অভিযাগে মামলা

নিজস্ব প্রতিবেদক, পাবনা

প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৩, ১৯:১১

ফাইল ছবি

পাবনার চাটমোহরে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযাগে আব্দুল গফুর (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১৩ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনায় রোববার মামলা হয়।

মামলা ও এজাহার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে উপজেলার ওই বিধবা নারীকে একই গ্রামের আব্দুল গফুর গলায় ছুরি ধরে ধর্ষণ করে। পরে নারীসহ সন্তানকে মেরে ফেলার ভয় দেখিয়ে গফুর একাধিকবার তাকে ধর্ষণ করে।

পরবর্তীতে ওই নারী তাকে বিয়ে করতে বললে গফুর নানা টালবাহানা শুরু করে। ঘটনাটি জানাজানি হলে গফুর ৬ মাস আগে এলাকা থেকে পালিয়ে যায়। কিছুদিন আগে একই আবার এলাকায় ফিরে গফুর আবার কু-প্রস্তাব দিতে থাকে। 

এরই জের ধরে গত ১৩ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে প্রকৃতির ডাকে বিধবা ঘর থেকে বের হলে আব্দুল গফুর ও আলম হোসেন আবারও ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই নারীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে আব্দুল গফুর ও আলম হোসেন পালিয়ে যায়। 

এ ঘটনায় গতকাল রোববার (১৯ নভেম্বর) চাটমোহর থানায় একটি মামলা করেছে ভোক্তভোগী নারী। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বরেন্দ্র এক্সপ্রেস/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর