[email protected] মঙ্গলবার, ৫ই ডিসেম্বর ২০২৩, ২১শে অগ্রহায়ণ ১৪৩০

ঘর সাজানোর সেরা ৩ ইনডোর প্লান্ট

জীবনযাপন ডেস্ক

প্রকাশিত:
৫ অক্টোবার ২০২৩, ১৮:৫৫

প্রতিকী ছবি

ঘর সাজানোর ক্ষেত্রে সম্প্রতি ইনডোর প্লান্টের জনপ্রিয়তা হুহু করে বাড়ছে। অন্দর সাজানোর ক্ষেত্রেই ইনডোর প্ল্যান্ট অনেক ভালো তা কিন্তু নয়। ইনডোর প্লান্ট অবস্থানভেদের ঘরের পরিবেশও ভালো রাখতে পারে।

অন্দর সাজানোর জন্য তিনটি ইনডোর প্ল্যান্ট অনেক ভালো। তবে আগে যাচাই করুন কোন প্ল্যান্টটি আপনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে। 


মানিপ্ল্যান্ট
মানিপ্ল্যান্টই এখন সবার মূল আকর্ষণ। মানিপ্ল্যান্ট বাতাস থেকে টক্সিন দূর করে। বিশেষত শরতে যাদের অ্যালার্জির সমস্যা বাড়ে বাতাসের স্পোরে তাদের জন্য মানিপ্ল্যান্ট অনেকটাই পছন্দসই ইনডোর প্লান্ট। 

রিও প্লান্ট
রিও প্লান্ট করা কঠিন নয়। ডাল কেটে লাগিয়ে দিলেই হবে। এই প্লান্ট ঘরের শোভা বাড়ায়। সবুজ ও বেগুনী রঙের মিশেলে আপনার বসার ঘরকে ভিন্ন রূপ দিতে পারে এই প্লান্ট। 


স্ন্যাক প্লান্ট
মানিপ্লান্টের পাশাপাশি এখন স্ন্যাক প্লান্টের জনপ্রিয়তাও অনেক। ঘরের কোণে কিংবা বারান্দায় বেলকনিতে রেখে দিতে পারেন এই প্লান্ট৷ আপনার স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে এই প্লান্ট ভালো। অনেকটা নিমগাছের মতোই। কারণ বাতাসে কোনো টক্সিন থাকলে এই প্লান্ট তা দূর করতে পারে। 
 

বরেন্দ্র এক্সপ্রেস/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর